Junior Doctor Protest | 'সিবিআইয়ের চার্জশিট মানি না'! কালীপুজোর আগে সিজিও কমপ্লেক্স ঘেরাওয়ের ডাক জুনিয়র ডাক্তারদের

Monday, October 28 2024, 2:06 pm
Junior Doctor Protest | 'সিবিআইয়ের চার্জশিট মানি না'! কালীপুজোর আগে সিজিও কমপ্লেক্স ঘেরাওয়ের ডাক জুনিয়র ডাক্তারদের
highlightKey Highlights

'তিলোত্তমা'র বিচারের দাবিতে বুধবার দুপুর তিনটেয় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর ঘেরাও কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের।


কালীপুজোরর আগেই ফের রাজপথে নামবেন জুনিয়র ডাক্তাররা! এবার উদ্দেশ্য, 'তিলোত্তমা'র বিচারের দাবিতে বুধবার দুপুর তিনটেয় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর ঘেরাও। প্রয়োজনে সেখানে ধরনাও দিতে পারেন বলে খবর। জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি, সিবিআইয়ের চার্জশিট মানি না। সঞ্জয় রায় একা এমন নারকীয় ঘটনা ঘটাতে পারে না। কলকাতা পুলিশ ও সিবিআইয়ের মধ্যে সমঝোতা হয়েছে। তবে এই কর্মসূচি নিয়ে আন্দোলনকারীদের মধ্যেই মতানৈক্য় রয়েছেন। কিন্তু সে কথা কর্ণপাত করতে রাজি নন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File