BCCI | পাকিস্তানের সঙ্গে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত! সাফ জানিয়ে দিলো BCCI!
Thursday, April 24 2025, 1:26 pm

BCCI জানিয়ে দিলো, আগামী দিনে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে না
পহেলগাঁও জঙ্গি হামলার প্রভাব এবার খেলার ময়দানে। BCCI জানিয়ে দিলো, আগামী দিনে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে না। BCCIর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, 'সরকারি নীতির কারণেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। আগামী দিনেও খেলব না।' উল্লেখ্য, টিম ইন্ডিয়া শেষ পাকিস্তান সফরে গেছিল ২০০৮ সালে। আর পাকিস্তান ক্রিকেট টিম ভারতে দ্বিদেশীয় ক্রিকেট খেলতে এসেছিলো ২০১২ সালে। তারপর থেকে ICC টুর্নামেন্টে সামনাসামনি হলেও দ্বিপাক্ষিক সিরিজে নামেনি দু’দেশের ক্রিকেট টিম।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- বিসিসিআই
- পাকিস্তান
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- জঙ্গি হামলা
- জঙ্গি
- পাক জঙ্গি
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গিগোষ্ঠী