অলিম্পিক্স: ২০২৮-এ প্যারিস অলিম্পিক্সে ক্রিকেট থাকার জোর সম্ভাবনা, উদ্যোগী ভারতীয় বোর্ড
Monday, August 9 2021, 4:50 am
Key Highlights
২০২৮ সালে প্যারিস অলিম্পিক্সে 'ক্রিকেট' রাখার জন্য আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) কাছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আবেদন জানিয়েছে। বিষয়টি নিয়ে যথেষ্ট আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এর আগে অলিম্পিক্সে ক্রিকেটে অন্তর্ভুক্তি নিয়ে খুব একটা ইচ্ছুক ছিল না বিসিসিআই। মূলত তাদের অনিচ্ছার কারণেই এগোতে পারেনি আইসিসি। ভারতের অলিম্পিক্স কমিটি (আইওএ) যদি নাক না গলায়, তাহলে অলিম্পিক্সে খেলতে পারবে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল। অলিম্পিক্সে ক্রিকেট এলে ভারতের পদক পাওয়ার সম্ভাবনা অনেকটাই জোরদার, এ ব্যাপারে সায় দিয়েছেন প্রায় সমস্ত বোর্ডকর্তাই।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- সৌরভ গাঙ্গুলি
- অলিম্পিক্স
- বিসিসিআই