বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অব্যাহতি পেলেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা পরিষেবা কর থেকে।
Thursday, December 17 2020, 12:17 pm
Key Highlightsটেলিভিশনে সঞ্চালনা, বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচার-এসবের জন্যই সৌরভ গাঙ্গুলিকে পরিষেবা কর দিতে হবে বলে দাবি করেছিল কলকাতা সেন্ট্রাল এক্সাইজ ইন্টেলিজেন্স। কিন্তু পরিষেবা কর আইন অনুযায়ী, তার জন্য কোন করও দিতে হবে না। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি তাঁর নিজের নামের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করেছেন। তাই এটাকে কোনওভাবেই পণ্য হিসেবে দেখা যাবে না। যা একেবারেই করযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে সেসটাট।
- Related topics -
- অর্থনৈতিক
- বিসিসিআই প্রেসিডেন্ট
- সৌরভ গাঙ্গুলি
- কলকাতা সেন্ট্রাল এক্সাইজ ইন্টেলিজেন্স
- পরিষেবা কর

