খেলাধুলা

Chinnaswamy Stadium Stampede | RCB-র বিজয় উৎসবে পদপিষ্ঠের ঘটনা ও ১১ জনের মৃত্যু নিয়ে এবার মুখ খুললো BCCI!

Chinnaswamy Stadium Stampede | RCB-র বিজয় উৎসবে পদপিষ্ঠের ঘটনা ও ১১ জনের মৃত্যু নিয়ে এবার মুখ খুললো BCCI!
Key Highlights

প্রথম বার IPL চ্যাম্পিয়ন RCB এর বিজয় উৎসবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পদপিষ্ঠের ঘটনা এবং ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন BCC।

প্রথম বার IPL চ্যাম্পিয়ন RCB এর বিজয় উৎসবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পদপিষ্ঠের ঘটনা এবং ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন BCC। এর সচিব দেবজিৎ সইকিয়া এবং সহ সভাপতি রাজীব শুক্লা। BCCI সচিব বলেন ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এমন ধরনের বিজয় মিছিল এবং উৎসবের জন্য পর্যাপ্ত সুরক্ষা এবং নিরাপত্তা থাকা প্রয়োজন। এখানে কিছু না কিছু ঘাটতি ছিল।’ এদিকে BCCI সহ সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘এমন দুর্ঘটনা যে কোনও রাজ্যেই ঘটতে পারত। কাউকে দোষারোপ করা বা এর মধ্যে রাজনীতি আনা ঠিক নয়।’