SRH vs MI | পহেলগাম জঙ্গি হামলায় শোক পালন BCCI এর! হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচে একাধিক পদক্ষেপ!
Wednesday, April 23 2025, 11:03 am

আজ IPLএ সানরাইজ়ার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে BCCI এর পক্ষ থেকে শোকপ্রকাশ করা হবে।
কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। নির্মম এই ঘটনার শোকের পরিস্থিতি এবার একগুচ্ছ পদক্ষেপ করতে চলেছে BCCI। আজ IPLএ সানরাইজ়ার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে BCCI এর পক্ষ থেকে শোকপ্রকাশ করা হবে। BCCI এর সিদ্ধান্ত, কোনও আতসবাজি ব্যবহার করা হবে না। পাশাপাশি প্লেয়াররা হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামবেন। ম্যাচের আগে দুই দলের সদস্যরা এক মিনিটের নীরবতা পালন করবেন। এছাড়াও এই ম্যাচে চিয়ারলিডারদের মঞ্চ থাকলেও চিয়ারলিডার থাকবে না।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর
- পহেলগাম জঙ্গি হামলা
- বিসিসিআই