Paris Olympics 2024 | ভারতের অলিম্পিক্স টিমকে সাড়ে আট কোটি টাকার সহায়তা! পাশে দাঁড়ালো ভারতীয় ক্রিকেট বোর্ড-BCCI
প্যারিসে অলিম্পিক্সে যে সকল ক্রীড়াবিদরা অংশ নিতে চলেছেন তাদের সহায়তায় সাড়ে আট কোটি টাকা দিচ্ছে বিসিসিআই।
ভারতের অলিম্পিক্স টিমের পাশে দাঁড়ালো ভারতীয় ক্রিকেট বোর্ড। প্যারিসে অলিম্পিক্সে যে সকল ক্রীড়াবিদরা অংশ নিতে চলেছেন তাদের সহায়তায় সাড়ে আট কোটি টাকা দিচ্ছে বিসিসিআই, রবিবার সোশ্যাল মিডিয়ায় জানালেন জয় শাহ। প্রসঙ্গত, প্যারিসে অলিম্পিক্সে ১১৭ জনের ভারতীয় টিম পদক যুদ্ধে লড়বেন। এত দিন তাদের ১২টি স্পনসর সহযোগিতা করেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড হল ১৩ নম্বর পার্টনার। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, রিলায়েন্স ফাউন্ডেশন, আদানি গ্রুপ ও আদিত্য বিড়লা ক্যাপিটাল হল ভারতের অলিম্পিক্স টিমের মূল স্পনসর।