IPL 2025 Final | IPL-র ফাইনালে অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতের সশস্ত্র বাহিনীকে বিশেষ সম্মান, উদ্যোগ BCCI-র !

অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে IPL ফাইনালে বিশেষ উদ্যোগ নিলো BCCI।
অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে IPL ফাইনালে বিশেষ উদ্যোগ নিলো BCCI। ভারত পাকিস্তান সংঘর্ষের সময় IPL বন্ধ থাকার পর ফের যখন শুরু হয় সেই সময় প্রতিটা ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হবে এবং অপারেশন সিঁদুরের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল BCCI। এ বার ফাইনালের দিনেও সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে ভারতের তিন বাহিনীর প্রধান, শীর্ষকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। ৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে IPL ফাইনাল।