বাদুড়িয়া গ্রামের করোনা আক্রান্তদের পাশে এলাকার বিডিও,দুস্থ পরিবার গুলির খাবারের ব্যবস্থা করল প্রশাসন
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsকরোনা মোকাবিলায় বাদুড়িয়ায় হোম আইসোলেশনে থাকা গ্রামবাসীদের শারীরিক অবস্থা জানতে এলাকায় এলেন বাদুড়িয়ার বিডিও সুপর্ণা বিশ্বাস এবং ওই এলাকার বি এম ও এইচ মিলন কান্তি। কেবল এলাকা ঘুরে দেখলেন তা নয় এছাড়াও প্রশাসনের সাহায্যে দুস্থদের খাবারের ব্যবস্থাও করলেন ওই এলাকার বিডিও সুপর্ণা বিশ্বাস। এছাড়াও তিনি জানান বাগজোলা গ্রামের পুরো পঞ্চায়েত এলাকায় স্যানিটাইজ করা হবে। করোনা আক্রান্ত পরিবারগুলিকে কোভিডবিধি মেনে চলতেও বললেন তিনি।
- Related topics -
- বাদুড়িয়া
- বসিরহাট
- কোভিড ১৯
- করোনা পরিস্থিতি
- রাজ্য

