দেশ

কর্ণাটকের ২৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই

কর্ণাটকের ২৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই
Key Highlights

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পার পদত্যাগের পর বুধবার কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই। বেলা ১১টা নাগাদ কর্ণাটকের রাজভবনে শপথগ্রহণের আয়োজন করা হয়। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল থাওয়ার চন্দ গেহলত এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা। শপথ নেওয়ার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেন বাসবরাজ বোম্মাই। শপথগ্রহণ করার পরই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথমেই জানান, 'আজ ক্যাবিনেট বৈঠক করব। তারপর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। কোভিড ১৯ এবং বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। পরিকল্পনার প্রয়োজন রয়েছে'।