Barcelona vs Real Madrid | স্প্যানিশ সুপার কাপে বার্সার ঝড়! রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে পরাজিত করে কাপ জয় বার্সেলোনার

Monday, January 13 2025, 6:19 am
Barcelona vs Real Madrid | স্প্যানিশ সুপার কাপে বার্সার ঝড়! রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে পরাজিত করে কাপ জয় বার্সেলোনার
highlightKey Highlights

স্প্যানিশ সুপার কাপ জয় বার্সার! ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫:২ গোলে হারালো বার্সেলোনা।


স্প্যানিশ সুপার কাপ জয় বার্সার! ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫:২ গোলে হারালো বার্সেলোনা। ম্যাচের চার মিনিটের মধ্যে দুটো আক্রমণ শানায় বার্সেলোনা। দ্বিতীয় আক্রমণের সময় বার্সার থেকে বল নিয়ে প্রতি আক্রমণে যান ভিনিসিয়াস জুনিয়র। বল পাস করেন এমবাপেকে। তিনি ডিফেন্ডার ও গোলকিপার শেজ়নিকে টপকে গোল করেন। এরপর ২২ মিনিটে লামিনে ইয়ামালের গোল দেন। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লেভানডস্কি। ৩৯ মিনিটে কুন্দের পাস থেকে হেডে গোল করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে পঞ্চম গোলটি আসে রাফিনিয়ার থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File