Barcelona VS Sevilla | ৫:০ গোলে লা লিগায়ায় সেভিয়াকে পরাস্ত করলো বার্সেলোনা

Monday, October 21 2024, 7:12 am
Barcelona VS Sevilla | ৫:০ গোলে লা লিগায়ায় সেভিয়াকে পরাস্ত করলো বার্সেলোনা
highlightKey Highlights

লা লিগায় ম্যাচে ৫:০ গোলে সেভিয়াকে পরাস্ত করলো বার্সেলোনা। দুটি করে গোল করেন রবার্ট লেবানডস্কি ও পাবলো তোরে।


লা লিগায় ম্যাচে ৫:০ গোলে সেভিয়াকে পরাস্ত করলো বার্সেলোনা। দুটি করে গোল করেন রবার্ট লেবানডস্কি ও পাবলো তোরে। একটি গোল করেন পেদ্রি। সেভিয়ার হয়ে গোলটি করেন স্তানিস ইডুম্বো। এই ম্যাচে গোল করার ফলে রিয়াল মাদ্রিদের থেকে তিন পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল বার্সেলোনা। এল ক্লাসিকোতে তারা এগিয়ে থেকে খেলতে নামবে। উল্লেখ্য, এই সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের প্রাক্তন ক্লাব বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে বুধবার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File