Baranagar Village | বাংলার গ্রাম পেল 'সেরা গ্রামে'র তকমা, দেশের ‘সেরা পর্যটন গ্রামের’ স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বরানগর গ্রাম
মুর্শিদাবাদের বরানগর গ্রাম 'সেরা পর্যটন গ্রাম' হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ভারতের ‘সেরা পর্যটন গ্রামের’ স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বরানগর গ্রাম। এই স্বীকৃতি দিয়েছে ভারত সরকারের পর্যটন মন্ত্রক। বৃহস্পতিবার এই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বরানগর গ্রামকে এই পুরষ্কার তুলে দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রক সূত্রে খবর, এই বরানগর গ্রামকে নানা দিক থেকে দেখেই সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানের পরিবেশ, শিক্ষা, পর্যটন সহ নানা দিক খতিয়ে দেখে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
- Related topics -
- অন্যান্য
- ভ্রমণ
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মুর্শিদাবাদ