Yuzvendra-Dhanashree | ৬০ কোটি নয়! খোরপোশের জন্য চাহালের থেকে আসলে কত টাকা চেয়েছেন ধনশ্রী? আগামীকালই হতে পারে বিচ্ছেদ!

বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট বলছে, ধনশ্রীর তরফে চাহালের থেকে ৪.৭৫ কোটি টাকা খোরপোশ হিসেবে দাবি করা হয়েছিল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের খবর রটতেই শোনা যাচ্ছিলো, ধনশ্রী নাকি খোরপোশ হিসেবে ৬০ কোটি টাকা দাবি করেছেন চাহালের কাছ থেকে। কিন্তু ধনশ্রীর পরিবার জানায়, পুরো ব্যাপারটাই মিথ্যে রটনা। এবার বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট বলছে, ধনশ্রীর তরফে চাহালের থেকে ৪.৭৫ কোটি টাকা খোরপোশ হিসেবে দাবি করা হয়েছিল। তার মধ্যে ২.৩৭ কোটি টাকা ইতিমধ্যে দিয়েছেন চাহাল। তাঁরা তাই এবার মিউচিয়াল ডিভোর্স চাইছেন। জানা গিয়েছে, ২০ মার্চ অর্থাৎ আগামীকাল ধনশ্রী ও চাহালের পাকাপাকি বিবাহ বিচ্ছেদ হতে পারে।