Railway | হাওড়ার সঙ্গে দূরত্ব কমবে বাঁকুড়ার! ১৪ থেকে ১৭ নভেম্বর মশাগ্রাম স্টেশনে হবে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ

Thursday, November 7 2024, 11:51 am
highlightKey Highlights

এই লাইনে ট্রেন চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১৮৫ কিলোমিটারে দাঁড়াবে।


হাওড়ার থেকে সরাসরি লাইন জুড়বে বাঁকুড়ার সঙ্গে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানান, আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। মশাগ্রাম থেকে শক্তিগড় স্টেশন পর্যন্ত অটো সিগনালিং সিস্টেমের কাজ সম্পূর্ণ করা হবে। এই লাইনে ট্রেন চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১৮৫ কিলোমিটারে দাঁড়াবে। পাশাপাশি আদ্রা থেকে হাওড়া স্টেশনের দূরত্ব ২৮৫ কিলোমিটার থেকে কমে ২৪০ কিলোমিটারে দাঁড়াবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File