বাঁকুড়ায় শিশুপাচার কাণ্ডে অভিযুক্ত অধ্যক্ষ ও শিক্ষিকাকে স্কুলের পক্ষ থেকে বরখাস্ত করা হল
Friday, July 23 2021, 1:31 pm

বাঁকুড়ার স্কুল থেকে শিশু বিক্রি ও পাচারের চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়া ও শিক্ষিকা সুষমা শর্মাকে গ্রেফতার করার পরই তাঁদের বরখাস্ত করা হয়েছে। উভয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বাঁকুড়ার কালপাথরের ওই স্কুলে নতুন অধ্যক্ষ হিসেবে জয়ন্ত মহাপাত্র অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। জানা যাচ্ছে তিনি ইতিমধ্যেই এই ঘটনার একটি তদন্ত রিপোর্ট প্রতিষ্ঠানের পাটনা রিজিওনাল অফিসে জমা দিয়েছেন।
- Related topics -
- রাজ্য
- বাঁকুড়া
- শিশু পাচার
- বরখাস্ত