দেশ

Banke Bihari Temple | বাঁকে বিহারী মন্দিরের তোষাখানায় উদ্ধার সম্পত্তিতে গরমিল! CBI তদন্তের দাবি পুরোহিতদের

Banke Bihari Temple | বাঁকে বিহারী মন্দিরের তোষাখানায় উদ্ধার সম্পত্তিতে গরমিল! CBI তদন্তের দাবি পুরোহিতদের
Key Highlights

বাঁকে বিহারী মন্দিরের সম্পত্তি উধাও হয়ে যাওয়া নিয়ে তদন্ত এবং সম্পত্তির উপযুক্ত নথি তৈরির জন্য সিবিআই তদন্তের দাবি করছেন তারা।

সম্প্রতি বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের তোষাখানা খোলা হয়েছে। তোষাখানায় সমীক্ষা চালাতে ১২ সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। শনিবার ওই কমিটির উপস্থিতিতেই ভাঙা হয় তোষাখানার তালা। পুরো প্রক্রিয়াটি দুই দিন ধরে ভিডিও করা হয়েছে। কোষাগারের ভেতরে পাওয়া জিনিসপত্রের একটি তালিকা তৈরি করা হয়েছে। এরপরই বিস্ফোরক দাবি করেছেন মন্দিরের পুরোহিতদেরই একাংশ। তাঁদের দাবি কোষাগারের ভিতরে থাকা বহু সম্পত্তির নথিপত্র পাওয়া যায়নি। উধাও হওয়া সম্পত্তির খোঁজে সিবিআই তদন্তের দাবি করছেন তারা।