Aadhaar App | ব্যাঙ্ক কিংবা হোটেল, এবার থেকে আধার কার্ড নিতে ভুললে সমস্যা নেই! নতুন অ্যাপ আনলো কেন্দ্র
Sunday, April 13 2025, 4:37 pm

ব্যাঙ্ক, হোটেল-সহ যে কোনো জায়গায় অ্যাপের QR কোডটি স্ক্যান করলেই কর্তৃপক্ষ পেয়ে যাবে আপনার আধার কার্ডের পর্যাপ্ত তথ্য।
এবার থেকে ব্যাংক কিংবা হোটেলে আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেলে চিন্তা নেই। আধার ভেরিফিকেশন হয়ে যাচ্ছে UPI করার মতোই সোজা। আধারের জন্যে নতুন অ্যাপ তৈরী করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন আধার অ্যাপ চালু করতে চলেছে কেন্দ্র। নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে মন্ত্রী জানিয়েছেন, ‘লাগবে না আধার কার্ড, লাগবে না কোনও ফটোকপি। আধার ভেরিফিকেশন এখন UPI করার মতো সহজ।’ তবে এই নতুন আধার অ্যাপটি পরিক্ষণের প্রাথমিক পর্যায়ে রয়েছে।