দেশ

Bank Recruitment 2025 | স্থানীয় ব্যাঙ্ক অফিসার পদে লোক নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, আবেদন করবেন কিভাবে?

Bank Recruitment 2025 | স্থানীয় ব্যাঙ্ক অফিসার পদে লোক নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, আবেদন করবেন কিভাবে?
Key Highlights

স্থানীয় ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এই পদে আবেদনের জন্যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) ডিগ্রি থাকতে হবে।

স্থানীয় ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এই পদে আবেদনের জন্যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) ডিগ্রি থাকতে হবে। আবেদন করার জন্যে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://www.bankofbaroda.in এ যেতে হবে। তারপর ‘Careers’ সেকশনে ক্লিক করে RECRUITMENT OF LOCAL BANK OFFICERS (LBOs) ON REGULAR BASIS IN BANK OF BARODA BOB/HRM/REC/ADVT/2025/05 বিজ্ঞপ্তিতে গিয়ে Apply Nowতে ক্লিক করে আবেদন করতে হবে।