Dhaka । সংবিধানে রাখা যাবে না 'ধর্মনিরপেক্ষ' শব্দটি, দাবি বাংলাদেশী মুসলিমদের
Sunday, November 17 2024, 1:50 pm

দেশের জনসংখ্যার ৯০ শতাংশ মুসলিম সম্প্রদায়ের, তাই সংবিধান থেকে 'ধর্মনিরপেক্ষ' শব্দটি সরিয়ে দেওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান।
দেশের জনসংখ্যার ৯০ শতাংশ মুসলিম সম্প্রদায়ের, তাই সংবিধান থেকে 'ধর্মনিরপেক্ষ' শব্দটি সরিয়ে দেওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরির ডিভিশন বেঞ্চ ১৫তম সংশোধনী বিষয়ক মামলার শুনানির সময় এই দাবি জানান তিনি। তিনি আরও বলেন, ‘জাতির জনক’ হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদানকে সম্মান জানানো অত্যাবশ্যক, কিন্তু আইন প্রয়োগ করে তা লোকের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যা জনগনের মধ্যে বিভাজন সৃষ্টি করছে।