Maldah Border | সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা বাংলাদেশীদের! উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সেল ফাটালো BSF
মালদহের শুকদেবপুর সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা করেন কিছু বাংলাদেশের বাসিন্দা।
ফের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে উত্তেজনা! শনিবার মালদহের শুকদেবপুর সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা করেন কিছু বাংলাদেশের বাসিন্দা। তবে শুকদেবপুরের বাসিন্দারা বাংলাদেশি নাগরিকদের তাড়া করেন। অভিযোগ, তখন ওপার থেকে পাথর ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় BSF। প্রসঙ্গত, শুকদেবপুর সীমান্তে দেড় কিলোমিটার কাঁটাতার নেই। বিএসএফ যখনই কাঁটাতার লাগানোর চেষ্টা করেছে, তখনই বিজিবি বাধা দিয়েছে। মাটি খুঁড়ে সুড়ঙ্গও বানাতে দেখা গিয়েছে ওপার থেকে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মালদহ
- বাংলাদেশ
- বিএসএফ