আন্তর্জাতিক১৭ বছর বয়সে শিশু সাইবার সুরক্ষায় নয়া অ্যাপ, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশি কিশোর।
১৭ বছর বয়সেই শিশুদের সাইবার বুলিং আর অনলাইন অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ । সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে একটি অ্যাপ তৈরি করে ফেলেছে সাদাত নড়াইল। আবদুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির এই কিশোর অনেকদিন থেকেই সাইবার অপরাধের বিরুদ্ধে কাজ করছে। একটি সাক্ষাৎকারে সাদাত বলে, 'বর্তমানে আমরা যে সময়ে বাস করছি, সেখানে সাইবার বুলিং একটি অন্যতম প্রধান সমস্যা। এর খারাপ দিকটি নিয়ে অনেকেই অবগত নন। আমাদের সাইবার অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।' ইতিমধ্যেই বন্ধুদের সহায়তায় 'নড়াইল ভলেন্টিয়ারস' নামের একটি সামাজিক সংগঠন শুরু করেছে সাদাত। শিশুদের সুরক্ষা অ্যাপ তৈরি করে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পান এই বাংলাদেশি কিশোর সাদাত রহমান।