Bangladesh | বাংলাদেশে ছাত্রীকে আঘাত দারোয়ানের! শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে জারি ১৪৪ ধারা
Sunday, August 31 2025, 1:29 pm

শনিবার রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও স্থানীয় এক বাড়ির দারোয়ানের মধ্যে কথাকাটাকাটি হয়। অভিযোগ, এক পর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে শারীরিক ভাবে আঘাত করে। এরপরই ছাত্রীটি তাঁর বন্ধুদের ফোন করে ঘটনাস্থলে ডাকেন। অপরদিকে মাইকিং করে ডাকা হয় স্থানীয় বাসিন্দাদের। দুপক্ষের মধ্যে রাত সাড়ে তিনটে পর্যন্ত সংঘর্ষ চলে। অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন। সেনার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘাতের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় রবিবার দুপুর ৩টে থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- ছাত্র সংঘর্ষ
- ১৪৪ ধারা
- ঢাকা