Mainul Ahsan Nobel | কারাগারেই বিয়ে করলেন গায়ক নোবেল! পাত্রী নোবেলের বিরুদ্ধে অপহরণ-ধর্ষণ মামলার অভিযোগকারিণী!
Friday, June 20 2025, 12:12 pm
Key Highlightsআদালতের নির্দেশে কারাগারেই বিয়ে করলেন সারেগামাপা খ্যাত বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল!
আদালতের নির্দেশে কারাগারেই বিয়ে করলেন সারেগামাপা খ্যাত বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল! গত ২০ মে এক তরুণী নোবেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলার অভিযোগ তোলে। এরপর থেকে কারাগারেই দিন কাটছিল অভিযুক্ত নোবেলের। কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে নোবেল জানিয়েছিলেন, তিনি ওই মহিলাকে অপহরণ করেননি বরং অভিযোগকারিণী তাঁর স্ত্রী। যদিও নোবেল বিয়ের কোনও নথি দেখাতে পারেননি। এরপর নোবেলকে আদালত নির্দেশ দেয় অভিযোগকারিণীকে বিয়ে করার জন্য। সেইমতো কারাগারেই নোবেলের বিয়ে হয়। সাক্ষী হিসাবে দু’জনের পরিবার থেকে ছিলেন চার সদস্য।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বিনোদন
- গায়ক

