Bangladesh । ইসকনের ভক্ত হওয়াই কাল হলো! অপহরণের হুমকি পেতেই ভারতে পালিয়ে এলেন বাংলাদেশী তরুণী
ইসকন ভক্ত হওয়াই 'দোষ'। আতঙ্কে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন ১৭ বছর বয়সি এক নাবালিকা। তবে এপারে এসে বিএসএফের হাতে ধরা পড়েছেন সেই তরুণী।
পরিবার ইসকনের ভক্ত। এই অপরাধে তাঁকে অপহরণ করার হুমকি দিয়েছিল বাংলাদেশের মৌলবাদীরা। আতঙ্কে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছে বছর ১৭র এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে। নাবালিকার দাবি, তাঁকে এবং তাঁর পরিবারকে মৌলবাদীরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছিল। আতঙ্কে পায়ে হেঁটে সীমান্ত পার করে সে ভারতীয় আত্মীয়ের বাড়ি আসছিলো। তরুণীর সব কথা যাচাই করছে পুলিশ। এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।