Bangladesh | ইউনূসের বাংলাদেশে নারীসুরক্ষা বিশ বাওঁ জলে, ধর্ষণ খুনের হুমকি পাচ্ছেন জাতীয় দলের মহিলা ফুটবলার
কোচের বিরুদ্ধে মানসিক হেনস্থা, দুর্ব্যবহার ও বিভাজনের অভিযোগে অচলাবস্থা বাংলাদেশ মহিলা ফুটবলে। লাগাতার খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে মহিলা ফুটবলার মাতসুশিমা সুমায়াকে।
বেশ কিছুদিন আগে ব্রিটিশ কোচ বাটলারের বিরুদ্ধে মানসিক হেনস্থা, দুর্ব্যবহার ও বিভাজনের অভিযোগ এনেছিল বাংলাদেশের সাফ জয়ী মহিলা দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফের কাছে বারবার অভিযোগ জানিয়েও লাভ না হওয়ায় গণ অবসরের হুঁশিয়ারিও দিয়েছিল ১৭ জন মহিলা ফুটবলার। পরিস্থিতি বদল হয়নি। অভিযোগ, তারপর থেকেই লাগাতার খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে মহিলা ফুটবলার মাতসুশিমা সুমায়াকে। এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন তিনি।