আন্তর্জাতিক

India-Bangladesh Trade | চিনকে ছাপিয়ে যাবে বাংলাদেশ, তুলো আমদানিতে সাহায্য করবে ভারত!

India-Bangladesh Trade | চিনকে ছাপিয়ে যাবে বাংলাদেশ, তুলো আমদানিতে সাহায্য করবে ভারত!
Key Highlights

আশা করা হচ্ছে, চলতি ২০২৪ থেকে ২৫ বাণিজ্য বছরেও চিনকে ছাপিয়ে যাবে বাংলাদেশ।

তুলো আমদানির ক্ষেত্রে আগেও শীর্ষে থেকেছে বাংলাদেশ। আশা করা হচ্ছে, চলতি ২০২৪ থেকে ২৫ বাণিজ্য বছরেও চিনকে ছাপিয়ে যাবে বাংলাদেশ। রিপোর্ট অনুযায়ী, চলতি বাণিজ্য বছর শেষে বাংলাদেশের তুলো আমদানির পরিমাণ ৮০ লাখ বেল হতে পারে। আর এক্ষেত্রে চিনকে পিছনে ফেলার ক্ষেত্রে বাংলদেশকে 'সাহায্য' করেছে ভারত। বাংলাদেশের এক সংবাদমাধ্যমের রিপোর্টে অনুযায়ী, বর্তমানে ভারতের সুতোর মানের সঙ্গে পাল্লা দিতে পারছে না বাংলাদেশের সুতো উৎপাদনকারীরা। এই আবহে ভারত থেকে সুতো আমদানি বাড়ছে বাংলাদেশে।