বাংলাদেশও এবার অংশ নিলো প্রজাতন্ত্রের প্যারেডে
Friday, January 15 2021, 2:52 am
Key Highlightsভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর। বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও পঞ্চাশ বছর পূর্তি। বাংলাদেশের সেনারা এই উদযাপনকে স্মরণীয় করতে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ করবেন। দু’দেশের প্রধানমন্ত্রী গত মাসেই ঘোষণা করেছেন, গোটা বছর ধরেই যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান এবং উদযাপন চলতে থাকবে।” ঢাকা থেকে বাংলাদেশ সেনার ৫০ জনের একটি দল ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে মহড়া শুরু করেছে। পাশাপাশি সেনাপ্রধান নরবণের কথায়, ‘অনেক প্রবীণ তাঁদের ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, একাত্তরের যুদ্ধের পঞ্চাশ বছর পূর্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাঁদের বলতে চাই, যে গোটা বছরটিই সোনালি জয়ের বছর হিসাবে উদযাপিত হবে। দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান হবে।’