Bangladesh | ফেব্রুয়ারিতে ভোট, আচমকা ভোট-বিরোধী হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টির!

জামায়াতের তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট না-হলে আন্দোলনে নামবে তারাও।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে সরকার চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে যৌথ ব্রিফিংয়ে ইউনুস আশ্বাস দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে গণভোট আয়োজিত হবে। এদিকে ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম ঘোষণা করলেন, 'ঘোষণা করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ, নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। আমাদের যেই ভাই মারা গিয়েছে (জুলাই আন্দোলনে), তাঁকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে।'