Bangladesh | বাংলাদেশে মাথায় পেট্রল ঢেলে হিন্দু প্রৌঢ়কে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! তিনদিন পর মৃত্যু বৃদ্ধর

Sunday, January 4 2026, 7:16 am
Bangladesh | বাংলাদেশে মাথায় পেট্রল ঢেলে হিন্দু প্রৌঢ়কে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! তিনদিন পর মৃত্যু বৃদ্ধর
highlightKey Highlights

শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।


ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশে ক্রমেই বাড়ছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। গত ৩১ ডিসেম্বর খোকন দাস(৫০) নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর উপর চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে একদল উন্মত্ত জনতা। এরপর তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। শরীরের ৩০ শতাংশ অংশ সম্পূর্ণ জ্বলে যায় তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। পুলিশি সূত্রে খবর, মোট দু’জনের নাম বলে গিয়েছেন খোকন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File