Bangladesh | ‘নো বোট নো ভোট’- বাংলাদেশে ভোট বয়কটের দাবি তুলল শেখ হাসিনার আওয়ামি লিগ
Wednesday, January 14 2026, 6:41 am

Key Highlightsএক আবেদনপত্র প্রকাশ করে ভোট বয়কটের দাবি তুলল আওয়ামি লিগ। সেই আবেদনপত্রের শিরোনামেই লেখা হয়েছে ‘নো বোট নো ভোট’।
আগামী মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে লড়বে না শেখ হাসিনার দল। এবার আবেদনপত্র প্রকাশ করে ভোট বয়কটের দাবি তুলল আওয়ামি লিগ। আবেদনপত্রে লেখা হয়েছে- ‘ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামি লিগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনও ভোটারেরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’ একেবারে শেষে লেখা হয়েছে, ‘জেগে ওঠো বাংলাদেশ/ রুখে দাঁড়াও বীর বাঙালি/ হটাও ইউনুস বাঁচাও দেশ/ দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ/ প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না।’
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশ পুলিশ
- শেখ হাসিনা
- বয়কট
- নির্বাচন কমিশন


