Bangladesh | বাংলাদেশ যাচ্ছেন জয়শঙ্কর! আসছেন পাক-বিদেশমন্ত্রীও! কোন সুতোয় বাঁধা পড়লো তিন পড়শি দেশ?

খালেদা জিয়ার শেষকৃত্যে যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দরও।
প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে আজ, বুধবার দেশজুড়ে ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। গোটা বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। আজ, ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় সম্মানে তাঁর শেষকৃত্য হবে। সূত্রের খবর, খালেদা জিয়ার শেষকৃত্যে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকার সাথে সম্পর্ক শোধরানোর চেষ্টা হচ্ছে, মত কূটনীতিবিদদের। শেষকৃত্যে উপস্থিত থাকছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দরও।
