Bangladesh | দীপু দাস খুনে ইউনূসকে কড়া বার্তা দিল ভারত! বিচার চেয়ে বিবৃতি জারি নয়াদিল্লির

বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘দীপু হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের প্রতিবাদের বিচার চেয়ে মুখ খুললো ভারত। এদিন বিবৃতি জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, “বাংলাদেশে ক্রমবিকাশমান পরিস্থিতির ওপর ভারত ঘনিষ্ঠ নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে আমাদের গভীর উদ্বেগ তাদের জানান হয়েছে। আমরা দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছি।”
