Bangladesh Anti Quota Protest | কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে তাদের 'ইচ্ছামতো' সময়ে আলোচনায় বসতে রাজি বাংলাদেশ সরকার
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন তাঁরা কোটা সংস্কারের পক্ষে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি তাঁরা।
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে নিহত আরও ৩পড়ুয়া। এই পরিস্থিতিতে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন তাঁরা কোটা সংস্কারের পক্ষে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি তাঁরা। যে কোনও সময়ে এই আলোচনায় তাঁরা বসতে রাজি বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ অগাস্ট শুনানির দিন। তবে শুনানির সময় এগিয়ে আনার জন্য আদালতে সরকার পক্ষ আবেদন করবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- শেখ হাসিনা
- বিক্ষোভ