'Bangladesh | জাতীয় স্লোগান ‘জয় বাংলা’কে নিষিদ্ধ করতে চলেছে বাংলাদেশ! নিষিদ্ধ হবে ‘জাতীয় শোক দিবস’ও?
বাংলাদেশে এবার নিষিদ্ধ হতে চলেছে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’! পাশাপাশি ১৫ আগস্টকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার বিরুদ্ধেও আবেদন করল রাষ্ট্রপক্ষ।
বাংলাদেশে এবার নিষিদ্ধ হতে চলেছে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’! গত ২০২০ সালে ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ। তবে সেই রায়ে স্থগিতাদেশ চাইল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার। পাশাপাশি ১৫ আগস্টকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার বিরুদ্ধেও আবেদন করল রাষ্ট্রপক্ষ। সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক জানান, আগামী রবিবার, ৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- মহাম্মদ ইউনূস
- আদালত