Bangabandhu । শেখ মুজিবরের ইতিহাস মুছতে যেন মরিয়া বাংলাদেশ? বাতিল ১৫ আগস্টের ছুটি! বাবার অপমানে দেশবাসীর কাছে 'বিচার' চাইলেন হাসিনা

Wednesday, August 14 2024, 7:06 am
Bangabandhu । শেখ মুজিবরের ইতিহাস মুছতে যেন মরিয়া বাংলাদেশ? বাতিল ১৫ আগস্টের ছুটি! বাবার অপমানে দেশবাসীর কাছে 'বিচার' চাইলেন হাসিনা
highlightKey Highlights

১৩ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি নির্দেশিকা জারি করে জানায়, ১৫ অগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে।


১৯৭৫ সালের ১৫ অগস্ট ঢাকায় নিজের বাসভবনে স্বপরিবারে খুন হয়েছিলেন বঙ্গবন্ধু। এই আবহে সেদিন জাতির পিতার স্মরণে সরকারি ছুটি পালিত হত। তবে ১৩ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি নির্দেশিকা জারি করে জানায়, ১৫ অগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। এদিকে বিবৃতি প্রকাশ করে শেখ হাসিনা বলেন,‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া লক্ষ লক্ষ শহিদের প্রতি চরম অবমাননা করেছে আন্দোলনকারীরা। এরপর দেশবাসীর কাছে 'বিচার'ও চান তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File