Bangladesh Quota Movement | 'ওঁর মন্তব্য বিভ্রান্তির সুযোগ রয়েছে'..মমতার 'আশ্রয়' মন্তব্য নিয়ে মোদি সরকারকে 'নোট' দিলো বাংলাদেশ
মমতার আশ্রয় মন্তব্য নিয়ে দেশের অন্দরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবার বাংলাদেশ সরকারও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাল।
কোটা সংস্কার নিয়ে বাংলাদেশে এখনও উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশ থেকে পড়শি দেশ বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, সেখান থেকে কেউ এলে আশ্রয় দেওয়া হবে বঙ্গে। তবে সেই মন্তব্য নিয়ে দেশের অন্দরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এমনকি বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, ওঁর সঙ্গে ভাল সম্পর্ক আমাদের। তবে ওঁর মন্তব্য বিভ্রান্তির সুযোগ রয়েছে যথেষ্ট। তাই ভারত সরকারকে এ নিয়ে নোট দিয়েছি আমরা।"