Bangladesh Labor Protest | বাংলাদেশে ক্রমশ অশান্তি বাড়ছে গার্মেন্ট সেক্টরে, বন্ধ ১১৪টি পোশাক কারখানা

Thursday, September 12 2024, 8:24 am
Bangladesh Labor Protest | বাংলাদেশে ক্রমশ অশান্তি বাড়ছে গার্মেন্ট সেক্টরে, বন্ধ ১১৪টি পোশাক কারখানা
highlightKey Highlights

ঢাকার পোশাক কারখানায় অশান্তি, বেতন-বোনাস ইস্যুতে ১১৪টি কারখানা বন্ধ।


ঢাকার গার্মেন্ট সেক্টরে অশান্তি আরও তীব্র হচ্ছে। বাংলাদেশে আন্দলনে নেমেছে শ্রমিক সংগঠন। বেতন বকেয়া, বোনাস, কর্মী ছাঁটাই সহ বিভিন্ন ইস্যুতে শ্রমিক অসন্তোষের জেরে অশান্ত ঢাকার আশুলিয়া, জিরানি ও গাজিপুরের ১১৪টি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ৫৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার পোশাক কারখানার অশান্তির দিকে ইঙ্গিত করে শ্রমিক মালিক সমঝোতার মাধ্যমে কারখানা চালু রাখার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।তবে তাও অশান্তি থামছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File