সরষে ক্ষেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকে তাক লাগালেন বাংলাদেশের কৃষক।

Sunday, December 20 2020, 11:31 am
highlightKey Highlights

বাংলাদেশের ময়মনসিংহে এক কৃষক নিজের চাষ করা ফসলের মাঠে জাতির জনকের প্রতিকৃতি ফুটিয়ে তুলে শ্রদ্ধাপ্রকাশ করেছেন। শুধু বঙ্গবন্ধুর প্রতিকৃতি নয়, স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিব শতবর্ষও এঁকেছেন কৃষক আবদুল কাদির। অন্যরকম সৌন্দর্যময় এই ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। সম্প্রতি আবদুল কাদির মুজিববর্ষ উপলক্ষে ঈশ্বরগঞ্জে নিজের জমিতে লাল শাক ও সরষে খেতের মধ্যে এই প্রতিকৃতি আঁকেন। গত ১ ডিসেম্বর নিজের ৩৩ শতক জমিতে পাড়া খালবলা বন্ধুমহল ক্লাবের সদস্যদের নিয়ে আবদুল কাদির এঁকেছেন বঙ্গবন্ধু, স্মৃতিসৌধ আর নৌকার এমন অনন্য শিল্পকর্ম। দিন যত যাচ্ছে, চারা বড় হওয়ার সঙ্গে চিত্রটিও ফুটে উঠছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File