India-Bangladesh | মুর্শিদাবাদের হিংসা নিয়ে মন্তব্য করেছিল বাংলাদেশ, পাল্টা মোক্ষম জবাব দিলো ভারত!

Friday, April 18 2025, 8:05 am
highlightKey Highlights

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে নিন্দনীয় মন্তব্য করে বাংলাদেশ। এবার তারই পাল্টা জবাব দিলো ভারত।


ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে নিন্দনীয় মন্তব্য করে বাংলাদেশ। এবার তারই পাল্টা জবাব দিলো ভারত। ঢাকার এই মন্তব্য অযৌক্তিক বলে উল্লেখ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের এই মন্তব্য হল ভারতের সঙ্গে সে দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন ও হত্যার, যেখানে অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তার তুলনা টানার প্রচ্ছন্ন ও ছলনামূলক প্রচেষ্টা।”পাশাপাশি বাংলাদেশকে নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার কথাও বলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File