Bangladesh | বদলের বাংলাদেশে বাতিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’, বদলালো বঙ্গবন্ধু স্যাটেলাইটও

গতকালই বদলে ফেলা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। এবার কোপ পড়ল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’এ। ‘নতুন’ বাংলাদেশে আর দেওয়া হবে না এই পদক।
‘গণ অভ্যুত্থানে’ ৫ আগস্ট বাংলাদেশে পতন ঘটেছে হাসিনা সরকারের। এরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম চিরতরে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে ইউনুস সরকার। এবার কোপ পড়লো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’এ। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হতো ১ লক্ষ মার্কিন ডলার এবং ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণপদক ও সনদ। সোমবার বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ১ নাম দেওয়া হয়েছে।