Nagpur Violence | নাগপুর সাম্প্রদায়িক অশান্তির নেপথ্যে বাংলাদেশ? একটি পোস্ট থেকেই শুরু সংঘর্ষ?
Thursday, March 20 2025, 1:59 pm

সাইবার সেল সূত্রে খবর, ওই হিংসার ঘটনার আসল উৎপত্তিস্থল হল বাংলাদেশ। জানা গিয়েছে, এই ঘটনায় নাগপুর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট একটা ফেসবুক পোস্টকে চিহ্নিত করেছে।
সোমবার সাম্প্রদায়িক জ্বলে ওঠে নাগপুর। সংঘর্ষে আহত হন একাধিক পুলিশ সহ আমজনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় কারফিউও। তবে এবার সাইবার সেল সূত্রে খবর, ওই হিংসার ঘটনার আসল উৎপত্তিস্থল হল বাংলাদেশ। জানা গিয়েছে, এই ঘটনায় নাগপুর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট একটা ফেসবুক পোস্টকে চিহ্নিত করেছে। আর সেটা আসলে এক বাংলাদেশি পোস্ট করেছিল। যার জেরে শহরে আবার অস্থিরতা তৈরি হয়। তবে এই পোস্ট আসলে কোথা থেকে সেটা এখনও স্পষ্ট নয়।
- Related topics -
- দেশ
- ভারত
- নাগপুর
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ