Bangladesh | বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে হেলদোল নেই বাংলাদেশে, একের পর এক নিষেধাজ্ঞা জারি ইউনুস সরকারের
Saturday, August 16 2025, 5:32 pm
Key Highlightsবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম মৃত্যুবার্ষিকী। তবে সরকারি বা বেসরকারি কোনো কর্মসূচি পালন হয়নি এদিন।
কাল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম মৃত্যুবার্ষিকী। তবে সরকারি বা বেসরকারি কোনো কর্মসূচি পালন হয়নি এদিন। শুক্রবার রাতে কয়েকটি সংগঠন কালো ও অন্য রঙের ফানুস ওড়ানোর কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছিল। সূত্রের খবর, এই ঘোষণার পরই রাত ১১টা থেকে আকাশে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূসের পুলিশ। খুলনার হেলাতলা মোড়ে স্থানীয় আওয়ামি লিগ কর্মীরা মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টা করছিলেন। বিএনপির লোকজনের বাধায় কর্মসূচি ভেস্তে যায়। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় বঙ্গবন্ধুর বাড়ি।

