Sheikh Mujibur | ফিরে এলো ৫ই অগাস্টের স্মৃতি। নতুন করে ভাঙা হল বঙ্গবন্ধুর মূর্তি! জায়গায় জায়গায় চলছে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর!
Thursday, February 6 2025, 12:53 pm

নতুন করে ভাঙা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি! সিলেটের জেলাশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালও ভাঙচুর করা হয়।
বাংলাদেশে ফিরে এলো ৫ই অগাস্টের স্মৃতি। নতুন করে ভাঙা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি! বুধবার রাতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় মুজিবরের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। এরপর বৃহস্পতিবার সকালে বুলডোজ়ার দিয়ে সেই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পাশাপাশি ফজিলাতুন্নেছা মুজিবের নামফলক সরিয়ে দেওয়া হয়েছে। সিলেটের জেলাশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালও ভাঙচুর করা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বিক্ষোভ
- হামলা