Bangladesh Note | বাংলাদেশের নোট থেকে বাদ দেওয়া হতে পারে বঙ্গবন্ধুর ছবি! ব্যাঙ্ককে চিঠি দিয়ে নতুন ডিজাইন চাইলো অর্থ মন্ত্রক
Saturday, October 5 2024, 4:44 pm
Key Highlightsবাংলাদেশ ব্যাঙ্ককে চিঠি দিয়ে নোটের জন্য নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রক।
বাংলাদেশের সব নোট থেকে বাদ দেওয়া হতে পারে বঙ্গবন্ধুর ছবি। সূত্রের খবর, বাংলাদেশ ব্যাঙ্ককে চিঠি দিয়ে নোটের জন্য নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রক। বাংলাদেশের দ্য বিজনেস স্ট্যান্ডার্রডের প্রতিবেদন অনুসারে, গত মাসেই নোটের জন্য নতুন ডিজাইন চেয়ে পাঠিয়েছে অর্থ মন্ত্রক। গত ২৯ সেপ্টেম্বর অর্থবিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা বিভাগের উপসচিব এলিশ শরমিনের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাঙ্কের কাছে। তাতেই নতুন নোটের ডিজাইন কেমন হবে তা দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাব আকারে পাঠাতে বলা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- অর্থনীতি
- অর্থনৈতিক

