Iran-Israel | ইজ়রায়েলের মেডিক্যাল সেন্টার-সহ একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণ! পাল্টা ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা!
Thursday, June 19 2025, 9:16 am
Key Highlightsবৃহস্পতিবার সকালে ইজ়রায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স সদর দপ্তর, ইজ়রায়েলের বেয়ারশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টারে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান।
যত দিন যাচ্ছে ততই তীব্রতর হচ্ছে ইরান ইজরায়েলের সংঘর্ষ। আজ, বৃহস্পতিবার সকালে ইজ়রায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স সদর দপ্তর, ইজ়রায়েলের বেয়ারশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টারে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইজ়রায়েলের একাধিক স্থানে ইরান ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে খবর। অন্যদিকে, পাল্টা ইরানের খোনদাব শহরে আরও একটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েল। খোনদাব পারমাণবিক ইউনিটের ভারী জল গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- হামলা
- রকেট হামলা
- যুদ্ধ

