Nepal | পদত্যাগ করেছেন ওলি, নেপালের কুর্সিতে বসতে চলেছেন মেয়র-র্যাপার 'বলেন্দ্র শাহ' ওরফে 'বালেন'?
Tuesday, September 9 2025, 4:16 pm
Key Highlightsকে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী? একটাই নাম উঠে আসছে, তিনি বলেন্দ্র শাহ ওরফে বালেন।
সোশ্যাল মিডিয়া ব্যান ইস্যুতে জ্বলছে নেপাল। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি ওলি সহ গোটা মন্ত্রীসভা। এই পরিস্থিতিতে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যার নাম উঠে আসছে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ র্যাপার বলেন্দ্র শাহ ওরফে বালেন। বলেন্দ্র পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, নেশায় গায়ক। ২০২২ সাল থেকে রাজধানী কাঠমান্ডুর মেয়র পদে কাজ করছেন। রাস্তার সংস্কার, সরকারি খরচে স্কুল তৈরি এবং কর ফাঁকি দেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছেন বালেন। সুদক্ষ শাসক হিসেবে তাঁর পরিচিতি আছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- নেপাল পার্লামেন্ট
- প্রধানমন্ত্রী
- সোশ্যাল মিডিয়া
- বিক্ষোভ

