Malaika Arora | অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে জারি জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা!

Tuesday, April 8 2025, 7:20 am
highlightKey Highlights

মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মালাইকার বিরুদ্ধে।


গ্রেফতারি পরোয়ানা জারি করা হল অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে। ২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে যান। যার ফলে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মালাইকার বিরুদ্ধে। ২০১২ সালে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে NRI শিল্পপতি ইকবাল শর্মার উপর হামলার চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবেই মালাইকাকে ডাকা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File