খেলাধুলা

Lakshya Sen | বয়স ভাঁড়ানোর মামলায় আপাতত স্বস্তিতে ব্যাডমি‍ন্টন তারকা লক্ষ্য সেন, তদন্তে স্থগিতাদেশ জারি খোদ সুপ্রিম কোর্টের

Lakshya Sen | বয়স ভাঁড়ানোর মামলায় আপাতত স্বস্তিতে ব্যাডমি‍ন্টন তারকা লক্ষ্য সেন, তদন্তে স্থগিতাদেশ জারি খোদ সুপ্রিম কোর্টের
Key Highlights

আপাতত স্বস্তিতে লক্ষ্য সেন। বয়স ভাঁড়ানোর অভিযোগে কর্নাটক হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

২০২২ সালে ব্যাডমি‍ন্টন তারকা লক্ষ্য সেনের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ করা হয়। কর্ণাটক হাইকোর্টের বিচারপতি এমজি উমার আদেশে হলফনামা জমা দেন তারকার পরিবার। তবে হলফনামাকে অগ্রাহ্য করে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দেয় কর্নাটক হাইকোর্ট। এর জেরে লক্ষ্যর টেনিস কেরিয়ারে প্রভাব পড়ছিলো। সাময়িক স্বস্তি মিললো। হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। আগামী ১৬ এপ্রিল বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে কেসের পরবর্তী শুনানি হবে।