Sikkim | পর্যটকদের জন্যে দুঃসংবাদ, প্রবল তুষারপাতের সিকিমের নাথু লা-নাথাং ভ্যালি-ছাঙ্গু লেকের রাস্তা বন্ধ হয়ে গেলো

Sunday, March 23 2025, 5:27 am
highlightKey Highlights

রবিবার সকাল থেকে পর্যটকদের ছাঙ্গু লেক যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে বন্ধ হয়েছে বাবা মন্দির এবং নাথু লা, নাথাং ভ্যালি এবং কুপুপও।


শুরু হয়েছে তুষারপাতের মরশুম। সিকিমে এখন পর্যটকদের মেলা বসেছে। ইতিমধ্যেই মাথাপিছু ৫০ টাকা এন্ট্রি ফি ধার্য করেছে সিকিম প্রশাসন। তবে পর্যটকদের জন্য দুঃসংবাদ। রবিবার সকাল থেকে প্রবল তুষারপাতের জেরে সিকিমের ছাঙ্গু লেকের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়েছে বাবা মন্দির, নাথু লা, নাথাং ভ্যালি এবং কুপুপও। তবে জ়ুলুক অবধি রাস্তা খোলা থাকায় পর্যটকদের ঘরবন্দি হয়ে থাকতে হবেনা। খোলা আছে লাচুং ও লাচেনের রাস্তাও। তুষারপাতের জেরে আরো আকর্ষণীয় হয়েছে সেসব স্থান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File